• Bengali Word ঘেঁচু , ঘেচু English definition [ঘেঁচু, ঘেচু] (বিশেষ্য) ১ ছোট কচুবিশেষ। ২ কিছুই না; নিষ্ফল প্রযত্ন (ঘেঁচু হবে) ৩ বাজে জিনিস। ঘেঁচু করা (ক্রিয়া) কিছুই করতে না পারা (ঘেঁচু করবে)। কচু ঘেচু (বিশেষ্য) বাজে জিনিস; অসার বস্তু (শালা হাড়কেপ্পন; খায় কচুঘেচু- সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘেঞ্চুলিকা>}