• Bengali Word ঘূর্ণ English definition [ঘুর্‌নো] (বিশেষ্য) ঘূর্ণি; ভ্রমি; আবর্তন; অনবরত ঘুরন। ঘূর্ণিত বিণ। ঘূর্ণাবাত, ঘুর্ণিত বায়ু (বিশেষ্য ) ঘূর্ণিঝড়; cyclone। ঘূর্ণিতমান, ঘূর্ণায়মান, ঘূর্ণ্যমান (বিশেষণ) ১ ঘুরছে এমন; ঘূর্ণনরত; যা আবর্তিত হচ্ছে (কুমারের ঘূর্ণায়মান চাক-শাহ ফজলুর রহমান)। ২ ভ্রমণশীল; ভ্রমণরত; ভ্রাম্যমাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘূর্ণ্‌+অ(অচ্‌)}