• Bengali Word ঘুষ , ঘুস English definition [ঘুশ্‌] (বিশেষ্য) উৎকোচ; অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পারিতোষিক; bribe। ঘুষখোর (বিশেষ্য), ( বিশেষণ) উৎকোচ গ্রহণকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুষ্‌>; (হিন্দী) ঘুস, ঘুংস+(ফারসি) খোর্‌ }
    • Bengali Word ঘুষঘুষে , ঘুসঘুসে English definition [ঘুশ্‌ঘুশে] (বিশেষণ) ১ প্রচ্ছন্ন; চাপা; গোপন। ২ মৃদু; সামান্য; ধিকিধিকি। ৩ ভিতরে ভিতরে চলছে এরূপ (ঘুষঘুষে জ্বর)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌ (অর্ত-শব্দ করা, কিন্তু এখানে অর্থবিপর্যয় ঘটেছে}
    • Bengali Word ঘুষা ১ , ঘুষি , ঘুষো English definition [ঘুশা, ঘুশি, ঘুশো] (বিশেষ্য) মুষ্টি প্রহার; মুষ্ট্যাঘাত। ঘুষাঘুষি, ঘুষোঘুষি (বিশেষ্য) ১ পারস্পরিক মুষ্টিযুদ্ধ। ২ মারামারি; মুষ্টি প্রহরাদি যোগে হাতাহাতি লড়াই। ঘুষোঘুষি খেলা (বিশেষ্য) মুষ্টিযুদ্ধ; boxing। ঘুষাঘুষি লড়া (ক্রিয়া) মুষ্টিযুদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √ঘূষ্‌>(হিন্দী) ঘূসা, ঘূংসা}