• Bengali Word ঘুরা , ঘোরা English definition [ঘুরা, ঘোরা] (ক্রিয়া) ১ পাক খাওয়া; আবর্তন করা; ঘূর্ণিত হওয়া। ২ ভ্রমণ করা; বেড়ানো। ৩ হাঁটাহাঁটি করা; বার বার আসা যাওয়া করা। ৪ বৃথা পরিক্রমণ;কোনো কিছুর সন্ধানে ক্রামগত আবর্তন। ৫ চলতে থাকা বা ব্যাপৃত থাকা (এ কথা মাথায় ঘুরছে)। □ (বিশেষ্য) সকল অর্থে। □ (বিশেষণ) ঘুর; অসরল; কুটিল (ঘোরা পথ)। ঘুরানো, ঘোরানো (ক্রিয়া) ১ ঘূর্ণিত করা; পাক দেওয়া। ২ ভ্রমণ করানো; বেড়িয়ে আনা। ৩ না-হক হাঁটাহাটি করানো (মা আমায় ঘুরাবি কত-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ৪ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বার বার ফিরিয়ে দেওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ ) ঘূর্ণিত; আবর্তিত। ঘুরানি, ঘুরনি (বিশেষ্য) ১ ঘুর্ণিতকরণ বা ঘূর্ণিত হওয়া; পাক খাওয়া বা পাক দেওয়া। ২ ভ্রমণ। ৩ ঘুরপাক; ক্রামগত আবর্তন (এই ঘুরনির চোটে অনেকে চোখে ঝাপসা দেখেন-প্রথম চৌধুরী)। ৪ একই পথে অনর্থক ঘুরে ফিলে ভ্রমণ। ৫ ঘূর্ণি রোগ। ঘুরে পড়া (ক্রিয়া) শারীরিক দুর্বলতা বা অসুস্থতার জন্য হঠাৎ টাল খেয়ে বা পাক খেয়ে পড়া (রোগে কাতর। সে দাঁড়াতে পারছে না, ঘুরে পড়ছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘোরাঘুরি (বিশেষ্য) ১ হাঁটাহাঁটি; বারংবার চলাফেরা; বার বার আনাগোনা। ২ কোনো কার্য উদ্ধারের জন্য ক্রামগত যাতয়াত। {(বাংলা) Öঘোর্‌(<(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণ)}