• Bengali Word ঘুপসি , ঘুপচি English definition [ঘুপ্‌শি, ঘুপচি] (বিশেষণ) অন্ধকারাচ্ছন্ন ও সংকীর্ণ; ঘোপের মতো বদ্ধ ও অপরিসর (ঘুপসি এবং অতিরিক্ত রকম কম চওড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর; একটা ঘুপসী ঘরে গিয়ে দেখলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ অন্ধকারময় সংকীর্ণ স্থান। ২ গুটিসুটি; জড়সড় (ঘুপসি মেরে বসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌>ঘুপ্‌+সি}