• Bengali Word ঘুচা , ঘোচা English definition [ঘুচা; ঘোচা] (ক্রিয়া) ১ দূর হওয়া; বিগত হওয়া; মোচন বা খণ্ডিত হওয়া (ঘুচিল দুঃখ)। ২ অতিক্রান্ত বা অতিবাহিত হওয়া। ৩ অপনীত অপগত বা অপসৃত হওয়া। ৪ লোপ পাওয়া; বিনষ্ট হওয়া (অভাব ঘুচেছে)। ঘুচানো, ঘোচানো (ক্রিয়া) ১ দূর করা (কষ্ট ঘুচানো)। ২ নষ্ট বা বদ্ধ করা। ৩ মুক্ত করা। ৪ পরিষ্কার করা। ৫ লাঘব করা (তাহা অপেক্ষা পাঁচ লক্ষ তঙ্কা ঘুচাইয়া ছয় লক্ষ তঙ্কা রাজকরের নিয়ম করিয়া দিলেন-রাজীবলোচন মুখোপাধ্যায়)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তুলনীয়) (তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট; অ. √গুচ্‌}