• Bengali Word ঘিঞ্জি , ঘিঞ্চি English definition [ঘিন্‌জি, ঘিন্‌চি] (বিশেষণ) ১ ঘন; নিবিড় (ঘিঞ্জি বসতি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ সংকীর্ণ ও ঘেঁষাঘেঁষি; ঘুপচি (ঘিঞ্জি বস্তির গলি-আতাউর রহমান)। ৩ জনবহুল বা ঘন বসতিপূর্ণ। {(ফারসি) গুন্‌জা}