• Bengali Word ঘাস English definition [ঘাশ্‌] (বিশেষ্য) দূর্বা; ‍তৃণ। ঘাস কাটা (ক্রিয়া) ১ ঘাস কর্তন করা। ২ ((আলঙ্কারিক)) বৃথা কাজে সময় নষ্ট করা বা কিছুই না করা। ঘাস খাওয়া (ক্রিয়া) (( আলঙ্কারিক)) তৃণভোজী পশুর মতো নির্বুদ্ধি হওয়া। ঘাস-জল, ঘাস-পানি (বিশেষ্য) গরু ঘোড়া প্রভৃতি পশুর আহার্য ও পানীয়। ঘেসেড়া, ঘাসুড়িয়া (বিশেষ্য) যে গরু-ঘোড়ার জন্য ঘাস কাটে বা জোগায়; ঘাসি (সে দিন ঘাসিয়াড়া ঘাস কাটতে আসে- রবীন্দ্রনাথ ঠাকুর; একজন ঘেসেড়া বর্ষার লম্বা লম্বা ঘাস কাটিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ঘেসেড়ানি (স্ত্রীলিঙ্গ)। (ঘেসেড়ানী চলে গেছে জল খেতে নদে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √অদ্‌/গ্রাস্‌+অ(ঘঞ্‌)}