• Bengali Word গেঁট, গ্যাঁট English definition [গ্যাঁট্‌] (বিশেষণ) আঁটসাঁট; স্থির; অনড় (সেই যে বসলেন গেঁট হয়ে-সৈয়দ মুর্তাজা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>?}
    • Bengali Word গেঁটা, গ্যাঁটা English definition [গ্যাঁটা] (বিশেষণ) বেঁটে অথচ মোটা ও শক্তিশালী। গেঁটাগোটা, গেঁটাগোঁট্টা, গাঁট্টগোঁট্টা (বিশেষণ ) বেঁটেখাটো মোটাসোটা ও শক্তপোক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>}