• চক্ষু (কুম্ভকার চক্র যেন ঘুরে দুই অক্ষ-কাশীরাম দাস)। অক্ষক্রীড়া (বিশেষ্য) পাশাখেলা। অক্ষটি, অক্ষত-পৃথক ভুক্তি। অক্ষপাদ (বিশেষ্য) ন্যায়শাস্ত্র-প্রণেতা; গৌতম ঋষি। অক্ষবাট (বিশেষ্য) ১ কুস্তির আখড়া। ২ পাশা খেলার আড্ডা। অক্ষমালা, অক্ষসূত্র (বিশেষ্য) রুদ্রাক্ষমালা; জপমালা (অক্ষসূত্র কমণ্ডলুধারী –ভারতচন্দ্র রায়গুণাকর)। অক্ষবৃত্ত, অক্ষরেখা (বিশেষ্য) (ভূগো.