• Bengali Word গোয়াল ১, গোহাল English definition [গোয়াল্‌, গোহাল] (বিশেষ্য) গরুর ঘর; গোশালা; গো-গৃহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোশাল>গোআল, গোহাল (আ স্থানে য়+শ্রুতি)}
    • Bengali Word গোয়াল ২, গোয়ালা, গয়লা English definition [গোয়াল, গোয়ালা, গয়্‌লা] (বিশেষ্য) ১ দুগ্ধ ব্যবসায়ী। ২ গোপালক; গোপ। গোয়ালিনী, গয়লানি (স্ত্রীলিঙ্গ)। নামে গোয়ালা কাঁজি ভক্ষণ-১ গোয়ালা হয়েও দুধের পরিবর্তে আমানি খায়। ২ নামসর্বস্ব অসার; কাজের লোক নয় যে। {স.( য়-শ্রুতির ফলে); গোপলক>}