• Bengali Word গোড়, ঘোড় English definition [গোড়্‌, ঘোড়্‌] (বিশেষ্য) ১ মূলদেশ; গোড়া। ২ চরণ; পা। ৩ গোড়ালি (গুড়-ঘুড়ো-তোলা খড়ম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গোড় তোলা (বিশেষণ) উঁচু গোড়ালিযুক্ত; উঁচু হিলওয়ালা (গোড়-তোলা জুতা)। গোড়ে গোড় দেওয়া-১ পায়ের সঙ্গে পা মিলোনো। ২ পদাঙ্ক অনুসরণ করা। ৩ মতে সম্মতি দেওয়া; পোঁ ধরা; মোসাহেবি করা; চামচে হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট, ঘুটিকা>}
    • Bengali Word গোড়া English definition [গোড়া] (বিশেষ্য) ১ মূলদেশ; মূল (গাছের গোড়া, কাজের গোড়া)। ২ নৈকট্য; সন্নিধান (দোর-গোড়া)। ৩ ভিত্তি; ভিত্তিমূল (গোড়া পত্তন করা)। ৪ আদি; সূত্রপাত (গোড়া থেকে শুরু করা)। ৫ মূল কারণ; জড় (নষ্টের গোড়া)। গোড়া কেটে আগায় পানি/জল ঢালা-কারো সর্বনাশ করে পরে কপট সহৃদয়তা দেখিয়ে তার যৎসামান্য উপকারের নিষ্ফল চেষ্টা করা। গোড়া গুড়ি (ক্রিয়াবিশেষণ) ১ সর্বারম্ভে; সর্বপ্রথমে (গোড়াগুড়ি আর কয়জন জানে)। ২ প্রথম বা আরম্ভ থেকে (বিষয়টার গোড়াগুড়ি জানা আছে)। □ (বিশেষ্য) সূচনা; আরম্ভ; আদি; প্রথম (গোড়াগুড়ি থেকে বলো)। গোড়ায় গলদ-মূলেই দোষ বা ভুল; সূচনাতেই ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুল্‌ফা> (বাংলা) গোড়া+আ}
    • Bengali Word গোড়াইল (মধ্যযুগীয় বাংলা) English definition [গোড়ায়িল] (ক্রিয়া) গমন করল; পিছু পিছু গেল (সেইক্ষণ হৈতে তক্ষক গোড়াইল-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট, ঘুটিকা>গোড়+আ}