• কাঠের তৈরি বেড়া (চারিদিকে কাঠগড়া মত্ত হাতী মাঝে- ঘচ)। কাঠগোলা (বিশেষ্য) কাঠের আড়ত ও কারখানা; কাঠের গুদাম। কাঠ গোলাপ (বিশেষ্য) বনগোলাপ; গন্ধহীন গোলাবিশেষ (আবাদ করিতে জানিলে কাঠগোলাপ বসরাগোলাপে পরিণত হয়- প্রথম চৌধুরী)। কাঠচোটা (বিশেষণ) কর্কশ; নীরস; রুক্ষ (বজ্রনির্ঘোষের মত এই কাঠচোটা স্বরই করুণা আর স্নেহক্ষীর হয়ে ঝরে- নই)। কাঠঠোকরা (বিশেষ্য) এক রকম পাখি; woodpecker। কাঠপিঁপড়া, কাটপিঁপড়া (বিশেষ্য) কালো রঙের বড়ো পিঁপড়া বিশেষ যা কাঠে থাকে। কাঠফড়িং (বিশেষ্য) কাঠির মতো সরু ফড়িং বিশেষ। কাঠফাটা (বিশেষণ) কাঠও ফেটে যায় এমন তীব্র (দুপুরের এই কাঠফাটা রোদ-এআ)। কাঠবমি (বিশেষ্য) শুষ্ক বমনের বেগ যাতে কিছুই ওঠে না। কাঠবিড়াল, কাঠবেরাল (বিশেষ্য) ইঁদুর জাতীয় বৃক্ষচর প্রাণী বিশেষ। কাঠবিড়ালি, কাঠবেরালি (স্ত্রীলিঙ্গ)। কাঠমল্লিকা (বিশেষ্য) বনমল্লিকা ফুল। কাঠমূরতি (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) কাঠের ন্যায় প্রাণহীন মূর্তি; জড়মূর্তি (কাঠমূরতি ঐছন আছয়ে কবি বিদ্যাপতি ভনে-(বিদ্যাপতি))। কাঠে কাঠে (ক্রিয়াবিশেষণ) ১ ঠিক ঠিক; ‍মুখে মুখে পরস্পরের জোড়ের সঙ্গে(কাঠে কাঠে মেলা)। ২ সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। কাঠে খড়ে করা (ক্রিয়া) চরম ব্যবস্থা করা। কাঠের পুতুল ( বিশেষ্য) ব্যক্তিত্বহীন মানুষ; figurehead। {স.