• Bengali Word গোরু, গরু (অপ্র.) English definition [গোরু] (বিশেষ্য) ১ গোজাতি। ২ বৃষ; ষণ্ড (গোরুর গাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গাভী; গাই। ৪ (ব্যঙ্গার্থ) নির্বোধ ব্যক্তি; মূর্খ লোক। গোরু-খোঁজা করা-গরু হারিয়ে গেলে যেমন মাঠ-জঙ্গল সর্বত্রই খুঁজতে হয় সেইরূপ সন্ধান করা; সম্ভব অসম্ভব সকল স্থানে সন্ধান করা; সর্বত্র সন্ধান করে বের করার চেষ্টা। গোরু চোর (বিশেষ্য) ১ গরুহরণকারী। ২ নীচ কার্য করার জন্য যে সমস্ত জ্বালাযন্ত্রণা মুখ বুঝে সহ্য করে। ৩ নিপীড়ন বা লাঞ্ছনার ভয়ে ত্রস্ত থাকে এরূপ লোক; ভীরু স্বভাবের। □ (বিশেষ্য ), (বিশেষণ) (গালি) অত্যন্ত ইতর লোক। গোরু মেরে জুতো দান ১ গুরুতর পাপের প্রায়শ্চিত্তস্বরূপ সামান্য পুণ্য করা; বড় অপরাধের পর যৎসামান্য ক্ষতি স্বীকার করা। ২ ভীষণভাবে অপমান করে যৎসামান্য দানের প্রস্তাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোরূপ>}