• Bengali Word গোর ১ English definition [গোর্‌] (বিশেষ্য) কবর; সমাধি; মৃতদেহ মৃত্তিকা নিম্নে প্রোথিতকরণ (মস্ত ভারী গোলা হয়তো ট্রেঞ্চের সামনে-টায় পড়ে আমাদের দু’জনাকেই গোর দিয়ে দেবে-(কাজী নজরুল ইসলাম))। গোর-আজাব (বিশেষ্য) ১ মৃতদেহ সমাহিত হওয়ার পর ফেরেশতাদের দ্বারা পাপের কঠিন শাস্তি; কবরের যন্ত্রণা। ২ ভীষণ যন্ত্রণা; প্রচণ্ড কষ্ট (যেন এ গোর-আজাব-ফররুখ আহমদ)। গোর দেওয়া (ক্রিয়া) দাফন করা; মৃতদেহ কবরস্থ করা। গোরস্তান, গোরস্থান ( বিশেষ্য) কবরস্থান; সমাধিক্ষেত্র। গোরে যাওয়া (ক্রিয়া) মারা যাওয়া মরা; ইন্তোকাল করা। {(ফারসি) গোর }
    • Bengali Word গোর ২ English definition [গোর্‌] (বিশেষ্য) বন্যা গর্দভ (এ স্থালে একটি গোর দেখিয়া প্রিয় অশ্ব রাখ্‌সকে তৎ-পশ্চাতে চালাইয়া দিলেন- মোজাম্মেল হক)। {(ফারসি) গোর }
    • Bengali Word গোর ৩ English definition [গোর্‌] (বিশেষণ) গৌরবর্ণ; সুন্দর; ফরসা। গোরি (ব্রজবুলি) (বিশেষণ) ১ গৌরিঙ্গী। ২ সুন্দরী। ৩ রাধা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৌর}