• Bengali Word গোঙানো, গোঙ্গানো English definition [গোঙানো, গোঙা্‌গানো] (ক্রিয়া) ১ গোঁ গোঁ ধ্বনি করা। ২ গোঁ গোঁ শব্দে গোঙাতে গোঙাতে কাঁদা। গোঙানি, গোঙ্গানি বি। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word গোঁয়ানো, গোঙানো, গোঙ্গানো (মধ্যযুগীয় বাংলা) English definition [গোঁয়ানো, গোঙানো, গোঙ্‌গানো] (ক্রিয়া) ১ কাটানো। ২ অতিবাহিত হওয়া (মিছে খেলায় দিন গোঁয়ান-রামরাম বসু)। ৩ পশ্চাতে যাওয়া; অনুগমন করা (সকল লোক পশ্চাতে গোঁয়ায়-কৃত্তিবাস ওঝা)। ৪ মিলে মিশে থাকা; বনিবনা হওয়া। □ (বিশেষ্য) ১ অতিবাহন; যাপন; কাটানো। ২ অতিবাহিত; যাপিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গমন>}