• Bengali Word গোঁফ, গোঁপ English definition [গোঁফ্‌, গোঁপ] (বিশেষ্য) ওষ্ঠদেশের লোমসমূহ; মোচ; গুম্ফ; moustache। গোঁফ খেজুরে (বিশেষণ) অতিশয় অলস; অত্যন্ত কুড়ে (গোঁফের উপরে খেজুর পড়িয়া আছে অথচ সেটি মুখের মধ্যে টানিয়া লইবার কষ্ট স্বীকার করে না এমন অলস)। গোঁফে তা দেওয়া ১ ভবিষ্যৎ লাভের আশায় উৎফুল্ল হওয়া। ২ বিনা কাজে কেবল শৌখিনতা করিয়া কাটানো (বিবাহের পর হইতে গোঁফে তা দিয়া সে বেশ আরামে থাকিবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুম্ফ}