- Bengali Word গেলা (মধ্যযুগীয় বাংলা) English definition [গেলা] (ক্রিয়া) গেল (গোয়ালিনী গেলা দধি বিকে-বড়ু চণ্ডীদাস)।
গেলান্ত, গেলান্তি, গেলি, গেলী (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) গেল; গমন করল (গেলান্তি সাগরে-বড়ু চণ্ডীদাস; গেলি কামিনী-বিদ্যাপতি)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্; (বাংলা) গেল>}
- Bengali Word গেলা, গিলা English definition [গেলা, গিলা] (ক্রিয়া) ১ গলাধঃকরণ করা।
২ পান করা (ঔষধ গেলা)।
৩ ভোজন করা; আহার করা (এবার বসে বসে গেল)।
৪ আত্মসাৎ করা; গ্রাস করা (অপরের বিষয় গেলা)।
□ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে।
গিলানো (ক্রিয়া ) ১ গলাধঃকরণ করানো।
২ ভোজন করানো।
৩ পান করানো।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) নিগরণ>}
- Bengali Word গেলাপ, গেলাফ, গিলাফ English definition [গেলাপ্, গেলাফ্, গিলাফ] (বিশেষ্য) ১ ওয়াড়; খোল (পুরাতন তম্বুরাটিতে গেলাপ পরাইয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)।
২ আচ্ছাদন; আবরণ (কাবার গেলাফের এক টুকরা বাহির করিয়া দিলেন-কাজী ইমদাদুল হক)।
{(আরবি) গিলাফ্ }