• Bengali Word গেরবাজ, গেরোবাজ, গিরুবাজ English definition [গের্‌বাজ্‌, গেরোবাজ, গিরুবাজ] (বিশেষ্য) গৃহবাজ; ভালো জাতের পায়রাবিশেষ; লোটন পায়রা (খুব ডিগবাজি খেতে শিখেছিস। তুই আর জন্মে ছিলি গেরবাজ-প্রথমনাথ বিশী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গৃহ+ (ফারসি) বাজ}