• Bengali Word গুড়া, গুঢ়া, গুরা English definition [গুড়া, গুঢ়া, গুরা] (বিশেষ্য) নৌকার পার্শ্বস্থিত উপবেশনের তক্তা; নৌকার আড়কাঠ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডি}
    • Bengali Word গুড়াকা English definition [গুড়াকা] (বিশেষ্য) ১ নিদ্রা। ২ ধনুর্বিদ্যা। গুড়াকেশ (বিশেষণ) নিদ্রাজিৎ; নিদ্রাকে বশ করা হয়েছে এমন; কর্মবীর। □ (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ মহাভারতোক্ত অর্জুন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুড়াকা}
    • Bengali Word গুড়ান English definition ⇒ গোড়ানো