• Bengali Word গুলানো, গুলনো English definition [গুলানো, গুলনো] (ক্রিয়া) ১ গুলিয়ে ফেলা বা গোলমাল করে ফেলা; এলামেলো করা; বিভিন্ন প্রকার দ্রব্যের মিশ্রণ করা (সব গুলিয়ে ফেলেছে)। ২ আলোড়িত ব মথিত হওয়া; ঘুলিয়ে ওঠা; বমনোদ্রেক হওয়া (পেট গুলাচ্ছে)। ৩ বিশৃঙ্খল হওয়া (গুলিয়ে গেছে)। □ (বিশেষ্য ) উক্ত অর্থসমূহে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল> (বাংলা) আনো}
    • Bengali Word আগুলানো , আগুলনো English definition [আগুলানো, আগুলনো] (ক্রিয়া) ১ অবরোধ করা; পথ রোধ করা; আটকানো (বাট আগুলিয়া পথে বুড়ী বৈসে ছলে-ঘনরাম চক্রবর্তী; পলায় রাবণ আগুলিল বাট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ রক্ষণাবেক্ষণ করা; দেখাশুনা করা (এই বাড়ী আগুলিয়া কত কষ্টে, কতদিন খাইয়া, তাহার দিন গিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ অধিকার করা; আয়ত্তে আনা। {(তৎসম বা সংস্কৃত) অর্গল> আগল+ আনো}