• Bengali Word গুলা, গুলি ২, গুলো, গুলিন, গুলোন English definition [গুলা, গুলি, গুলো, গুলিন, গুলোন্‌] (অব্যয়) ১ বহুত্ব নির্দেশক প্রত্যয় (পাতাগুলিন ছেঁড়া খোঁড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিশেষ সমষ্টিবোধক প্রত্যয় (সবগুলো ছেলে গাছে উঠেছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল}
    • Bengali Word গুলানো, গুলনো English definition [গুলানো, গুলনো] (ক্রিয়া) ১ গুলিয়ে ফেলা বা গোলমাল করে ফেলা; এলামেলো করা; বিভিন্ন প্রকার দ্রব্যের মিশ্রণ করা (সব গুলিয়ে ফেলেছে)। ২ আলোড়িত ব মথিত হওয়া; ঘুলিয়ে ওঠা; বমনোদ্রেক হওয়া (পেট গুলাচ্ছে)। ৩ বিশৃঙ্খল হওয়া (গুলিয়ে গেছে)। □ (বিশেষ্য ) উক্ত অর্থসমূহে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোল> (বাংলা) আনো}
    • Bengali Word গুলাব, গুলাবি, গুলাবী English definition ⇒ গোলাপ