• Bengali Word গুলনার, গুলেনার English definition [গুল্‌নার্‌, গুলেনার] (বিশেষ্য) ১ ডালিমের ফুল (প্রশান্ত বাতাসে শুধু জাগিতেছে গুলেনার বন-ফররুখ আহমদ; গুলনার বাগে ফুল বিলকুল-মোহিতলাল মজুমদার)। ২ ডালিম ফুলের নকশা-করা শাড়ি। {(ফারসি) গুল+আনার }