• Bengali Word গুম্বজ, গম্বুজ English definition [গুম্‌বজ্‌, গম্‌বুজ্‌] (বিশেষ্য) মসজিদ, মন্দির, মিনার, মাজার প্রভৃতির গোলাকার শীর্ষদেশ; গম্বুজ; dome (মর্মর গুম্বজ ভরি ধ্বনি ধায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) গুমবদ }
    • Bengali Word ষাটগুম্বজ/গম্বুজ মসজিদ English definition [শাটগুম্‌বজ্‌/গোম্‌বুজ্‌ মোশ্‌জিদ্‌] (বিশেষ্য) বাগেরহাটের মহান মুসলিম সাধক খান জাহান আলী ১৪৫০ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। চৌচালার আকারে নির্মিত এই মসজিদ মুসলিম ও আঞ্চলিক ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন {ষাট+গম্বুজ+মসজিদ}