- Bengali Word গুমরানো, গুমরনো English definition [গুম্রানো, গুমরনো] (ক্রিয়া) চাপা শোক দুঃখ বা ক্রোধ প্রভৃতিতে ক্লেশ পাওয়া।
□ (বিশেষ্য ) উক্ত অর্থে (পাট-কাটী তিন ছেলে নিয়া সুয়োরাণী গুম্রে গুম্রে আগুনে পুড়িয়া ঘর করে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; বোঝে আর গুমরে মরে-রাজিয়া খান)।
গুমরানি (বিশেষ্য) ১ অসন্তোষসূচক চাপা গর্জন (শুধু ক্রুদ্ধ শহরের ঘুমহীন গুমরানি-বুদ্ধদেব বসু)।
২ চাপা শোক দুঃখ বা বেদনার কাতরানি।
{(ফারসি) গুমার +(বাংলা) আনো}