• Bengali Word গুনতি, গুণতি, গনতি, গণতি English definition [গুন্‌তি, গুণতি, গোণতি, গণতি] (বিশেষ্য) গণনা; সংখ্যা নিরূপণ। {(বাংলা) √গুন্‌((তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+তি}
    • Bengali Word অগুনতি, অগুন্তি English definition [অগুন্তি] (বিশেষণ) অসংখ্য; অজস্র; বহু; অনেক (অগুন্তি তারা)। {(তৎসম বা সংস্কৃত) অগণিত>অগন্তি>অগুনতি(স্বরসঙ্গতিতে)এবং ‘গুণ’ শব্দের প্রভাবে}