• Bengali Word গুণন English definition [গুনন্‌] (গণিত.) পূরণ; multiplication। গুণনীয়, গুণ্য (বিশেষ্য), (বিশেষণ) গুণ করতে হবে এমন; যে সংখ্যা বা রাশি দ্বারা গুণ করতে হবে; multiplicand। গুণনীয়ক (বিশেষ্য) যে রাশি দ্বারা বিশেষ কোনো রাশিকে ভাগ করলে অবশিষ্ট থাকে না; factor। গুণফল (বিশেষ্য) গুণনের দ্বারা প্রাপ্ত রাশি বা সংখ্যা; product। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্‌+অন(ল্যুট্‌)}