• Bengali Word গুটিগুটি, গুড়িগুড়ি English definition [গুটিগুটি, গুড়িগুড়ি] (ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে; অত্যন্ত আস্তে; ধীর পদক্ষেপে (সে আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে-গুটি-গুটি, একা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা}