• Bengali Word গুটি ১, গুটিকা English definition [গুটি, গুটিকা] (বিশেষ্য) ১ বড়ি; pill (ঔষধের গুটিকা)। ২ ছোটো ঢেলা। ৩ খুঁটি। ৪ ছোটো ছোটো দানা বা গোলাকার বস্তুর আকৃতি (ফলের মতো গুটি উঠিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ ফলের কুশি (গোটা কতক আমের গুটি বাহির করিয়া- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৬ বসন্ত প্রভৃতি রোগের গুটি বা ব্রণ। ৭ রেশমের কোষ। ৮ রেশমের কীট; কোষরূপী পতঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি+ক(কন্‌)+আ(টাপ্‌)}
    • Bengali Word গুটিপোকা English definition [গুটিপোকা] (বিশেষ্য) রেশম কীট।
    • Bengali Word গুটি ২ English definition [গুটি] (অব্যয়) ১ সংখ্যাবাচক পদাশ্রিত নির্দেশক; article (গুটিচারেক পরিচিত লোক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (প্রাচীন বাংলা) টি; টা; খানি (বাঁশী দুটি-বড়ু চণ্ডীদাস)। গুটিকতো, গুটিকতক, গুটি কয়েক, গুটিক, গুটেক (বিশেষ্য) কয়েকটি; অল্পসংখ্যক; অল্পপরিমণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটি; (বাংলা) গোটা+ই}