• Bengali Word গুটানো, গোটানো, গুটনো English definition [গুটানো, গোটানো, গুটনো] (বিশেষ্য) জড়িয়ে নেওয়া (মাদুর গুটানো, বিছানা গুটানো)। □ ( ক্রিয়া) ১ টেনে এনে জড় করা (সুতা গুটানো)। ২ টেনে তোলা (জাল গুটানো)। ৩ বন্ধ করা; তুলে দেওয়া (কারবার গুটানো)। ৪ সংকুচিত করা; নিষ্ক্রিয় করা (পা গুটানো)। □ (ক্রিয়া-বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোষ্ঠ>+ (বাংলা) আনো, অনো}