- Bengali Word গুজগুজ, গুজুর-গুজুর English definition [গুজ্গুজ্, গুজুর্গুজুর্] (অব্যয়) ১ গোপন পরামর্শ; চাপা গলার গুপ্ত আলাপ।
২ চাপা উত্তেজনাপূর্ণ চুপিচুপি আলাপ (অসন্তোষের গুজগাজ পড়ে গেল-কালীপসন্ন সিংহ)।
৩ নিম্নস্বরে আলাপ (আমাদের পরীটি কাল রাত দুটো অবধি মারাঠার সঙ্গে গুজুর-গুজুর করেছেন-সৈয়দ মুজতবা আলী)।
গুজগুজানি (বিশেষ্য) ১ গোপন পরামর্শ।
২ গুজগুজ করে কথাবার্তা।
গুজগুজে (বিশেষণ) মনের কথা অস্ফুট রাখে বা খুলে বলে না এমন।
{ধ্বন্যাত্মক}