• Bengali Word গু English definition [গু] (বিশেষ্য) মল; বিষ্ঠা; পুরীষ। গুখোর-বেটা (বিশেষ্য) ১ বিষ্ঠা-ভক্ষকের পুত্র; গু-খাদক যে লোক। ২ একটি গালি। গুখোরবেটী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। গুখোরি, গুখুরী (বিশেষ্য) বিষ্ঠাভক্ষণের ন্যায় জঘন্য কার্য। □ (বিশেষ্য), (বিশেষণ) বড় ধরনের ভুল; আহাম্মকি (বিয়ে করার মতন গুখুরী কাজ আর নাই-( কাজী নজরুল ইসলাম))। গুয়ে (বিশেষণ) ১ বিষ্ঠাসম্পর্কিত। ২ বিষ্ঠা থেকে জাত। ৩ বিষ্ঠাযুক্ত। গুয়ে-গোবরে (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত অপরিষ্কার অবস্থায়। গুয়ে ঢেলা মারা (ক্রিয়া) মলে ঢিল মারলে যেমন তা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে তেমনি; নোংরা প্রসঙ্গ বা বিষয়ে প্রবিষ্ট হয়ে নিজেকে কলুষিত করা। গুয়ে-বাবলা (বিশেষ্য) বিটখদির; এক জাতীয় বৃক্ষ। গুয়ে শালিক (বিশেষ্য) সারিকা পাখির জাতিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গূ>(প্রাকৃত) গূহ>; (ফারসি) গুহ্‌ }