• Bengali Word গিয়া, গিয়ে, গে English definition [গিয়া, গিয়ে, গে] (ক্রিয়া) গিয়ে; গমন করে। □ (বিশেষ্য) কথার মাত্রা; মুদ্রাদোষ (সেসব তো গিয়ে ....)। হলো গিয়ে (ক্রিয়া) সাধারণভাবে অতীতকাল বোঝাতে (সে হলো গিয়ে কত কালের কথা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গম্‌> (বাংলা) ইয়া/ইয়ে}
    • Bengali Word গিয়া’ত, গিয়াঁত English definition [গিয়াত্‌, গিয়াঁত্‌] (বিশেষ্য) জ্ঞাতি; সগোত্র (ওরা কি আমার সাত পুরুষের কুটুম না গিয়া’ত-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) জ্ঞাতি}
    • Bengali Word লাগি ১ , লাগিয়া English definition [লাগি, লাগিয়া] (অব্যয়) (পদ্যে ব্যবহৃত) জন্যে; তরে; নিমিত্ত; হেতু; উদ্দেশ্য (সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল-চণ্ডীদাস)। □ (অসমাপিকা ক্রিয়া) যুক্ত হয়ে; মিলিয়ে (লাগিয়া থাকা)। {(হিন্দি) লগ্‌না>}