- Bengali Word গাহন, গাহ English definition [গাহোন্, গাহো] (বিশেষ্য) সমগ্র দেহ ডুবিয়ে স্নান; অবগাহন (গাহন করিতে চাহে ওই নীরে-মোহিতলাল মজুমদার; আলোয় গাহন করি-ড. কাজী মোতাহার হোসেন)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) √গাহ্+অন(ল্যুট্), অ(ঘঞ্)}
- Bengali Word অবগাহ , অবগাহন English definition [অবোগাহো, অবোগাহোন্] (বিশেষ্য) পানিতে নেমে ডুব দিয়ে গোসল; শরীর ডুবিয়ে স্নান (সঙ্গীতের তরঙ্গময় সুরধারায় অবগাহন করার পরে – রাজিয়া খান)।
{(তৎসম বা সংস্কৃত)অব+√গাহ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}