• Bengali Word গালি English definition [গালি] (বিশেষ্য) ১ কটুবাক্য। ২ ভর্ৎসনাপূর্ণ বাক্য; ভর্ৎসনা। ৩ অশ্লীল শব্দ প্রয়োগ; অশিষ্ট বাক্য। গালাগালি, গালাগাল (বিশেষ্য) ভর্ৎসনা; কটুবাক্য প্রয়োগ; গালি (গালাগালি দেওয়া বা করা)। গালি গালাজ (বিশেষ্য) কটু বা তৎসদৃশ বাক্য ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি+ই(ইন্‌)}
    • Bengali Word গালিচা, গালচে English definition [গালিচা; গাল্‌চে] (বিশেষ্য) কার্পেট; মেঝেয় পশুলোম পাট ইত্যাদি দ্বারা প্রস্তুত পুরু আবরণবিশেষ। {(ফারসি) গালীচা}
    • Bengali Word গালিত English definition [গালিতো] (বিশেষণ) ১ গলানো হয়েছে এমন; গলানো। ২ নিংড়ানো। ৩ ছাঁকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গল্‌+ণিচ্‌+ত(ক্ত)}