• Bengali Word গাল ১ English definition [গাল্‌] (বিশেষ্য) ১ গণ্ড; কপোল। ২ মুখবিবর; মুখ (ধান খুঁটে গালে দিচ্ছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল গল্প (বিশেষ্য) অলীক বা রচিত কাহিনীর বর্ণনা; কল্পনা; কল্পিত কাহিনী বা গল্প (গালগল্প রচনার বাদশাকে কেউ আমরা দুষেছি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গাল টিপলে দুধ বেরোয়-নিতান্তই অবোধ বা অল্পবয়স্ক। গাল পাট্টা (বিশেষ্য) চাপদাড়ি; দুই গালজোড়া ঘন স্কশ্রু। গাল ফোলানো (ক্রিয়া) রাগ বা অভিমান করা। গাল বাড়িয়ে চড় খাওয়া (ক্রিয়া) যেচে অপমানিত হওয়া। গাল বাদ্য (বিশেষ্য) মুখ ফুলিয়ে গালে আঘাত করে শব্দকরণ। □ (বিশেষণ ) ((আলঙ্কারিক)) ধ্বনিসর্বস্ব (এমন গালবাদ্য কবিতা এইভাবে মনের সঙ্গে বিযুক্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গালে গালে চড়ানো (ক্রিয়া) সঙ্গে সঙ্গে প্রহার বা শাস্তি দেওয়া। গালে চড়ানো (ক্রিয়া) ক্রোধ; আক্ষেপ বা ক্ষোভ উদ্রেকে গালে চড় মারা; শাস্তি দেওয়া। গালে চুনকালি দেওয়া (ক্রিয়া) অপরাধের শাস্তিস্বরূপ লাঞ্ছনা; বংশের বা আত্মীয়স্বজনের কলঙ্কের কারণ হওয়া। গালে লাগা (ক্রিয়া) ওল কচু প্রভৃতি খাওয়ার ফলে মুখের ভিতর কুটকুট করা। গালে হাত দেওয়া (ক্রিয়া) অবাক হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল্ল>}
    • Bengali Word গাল ২ English definition [গাল্‌] (বিশেষ্য) কটুবাক্য কথন; গালাগালি; তিরস্কার। গাল দেওয়া, গাল মন্দ করা (ক্রিয়া) তিরস্কার করা; বকুনি দেওয়া; কটুবাক্য বলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গালি> (প্রাকৃত) √গাল্‌}
    • Bengali Word গালচে English definition ⇒ গালিচা