• [গাভুর্‌, গাবুর] (বিশেষণ) ১ যুবক; জোয়ান (তবে মনে চিন্তিলেক গাভুর সিধাই-শেখ ফয়জুল্লাহ)। ২ বলবান; বলশালী। ৩ গোঁয়ার। ৪ দুর্বিনীত। □ (বিশেষ্য) যৌবন। গাভুরালি, গাবুরালি (বিশেষ্য) যুবাসুলভ স্পর্ধা; দুঃসাহস; ঔদ্ধত্য; গোঁয়ার্তুমি; একগুঁয়েমি (কতোয়াল নিব ধরি ভাঙ্গিবেক গাভুরালি-শেখ ফয়জুল্লাহ)। {অহ.