• Bengali Word গাব English definition [গাব্‌] (বিশেষ্য) ১ কষায় রস ও আঠাযুক্ত এক ধরনের ফল ও তার গাছ; তিন্দুক। ২ ধাতবপদার্থের কলঙ্ক। ৩ তবলা বা পাখোয়াজজাতীয় বাদ্যযন্ত্রের যে স্থানে করতলের আঘাত বা চাঁটি পড়ে সেই স্থানে খদির বর্ণ যে আঠা জমানো থাকে। গাব গুবাগুব (বিশেষ্য) বাউলদের ব্যবহৃত এক তন্ত্রবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; গোপীযন্ত্র। গাব চটা (বিশেষণ) মৃদঙ্গাদি বাদ্যযন্ত্রের চামড়ার উপরের গোলাকার জমাটবদ্ধ আঠা চটে গিয়েছে এরূপ (গাব-চটা বঁয়ার বুক-চাপা গ্যাঙরানি-প্রথম চৌধুরী)। গাব-দেওয়া, গাবানো১ (ক্রিয়া ) নৌকা, জাল, ঘুড়ির সুতা প্রভৃতিতে কাঁচা গাবের কষ লাগানো। গাবা (ক্রিয়া) কলঙ্কিত হওয়া। গাবাইয়া Þ গাবান১। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গালব>হি., বা, গাব}