• Bengali Word গাজি, গাজী English definition [গাজি] (বিশেষ্য) ১ আল্লাহর নির্দেশ অনুযায়ী ইসলামের জন্য যে যুদ্ধ করে (কই সে গাজী কোথায় আজি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সুপ্রসিদ্ধ ইসলামি যোদ্ধা ও পীর; পুঁথি সাহিত্যের অন্যতম নায়ক। গাজির গান (বিশেষ্য ) মুসলিম গায়কগণ কর্তৃক গীত গাজি সংক্রান্ত গীতবিশেষ। গাজির পট (বিশেষ্য) ২ গাজির বীরত্বের নির্দশনস্বরূপ দীর্ঘ গ্রাম্য চিত্রপট-যা দেখিয়ে গাজির গান গাওয়া হয়। ২ দীর্ঘ ফর্দ বা চিঠি। {(আরবি) গাজী }
    • Bengali Word ম্যাগাজিন English definition [ম্যাগাজিন্‌] (বিশেষ্য) ১ সাময়িক পত্রিকা; পাঁচ মিশালি বিষয় (ম্যাগাজিন অনুষ্ঠান)। ২ যেখানে বারুদ জমা রাখা হয়। ৩ অস্ত্রশালা; অস্ত্রভান্ডার। {(ইংরেজি) magazine; (আরবি) মাখাজিন্‌; বহুব মখ্‌জন}