• Bengali Word গাঁথনি, গাঁথুনি English definition [গাঁথ্‌নি, গাঁথুনি] (বিশেষ্য) ১ ইষ্টকাদি দ্বারা গৃহনির্মাণ; গ্রন্থন (কী পাথরের গাঁথনিই গাঁথলে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ইষ্টকাদি ও কাদা সিমেন্ট ইত্যাদি মসলা বিন্যাসের পদ্ধতি (সুদৃঢ় গাঁথনি)। ৩ রচনা; বিশেষ প্রণালিতে স্থাপন; বিন্যাস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থন+(বাংলা) ই}