• Bengali Word গাঁট, গাঁইট, গাঁঠ English definition [গাঁট্‌, গাঁইট্‌, গাঁঠ্‌] (বিশেষ্য) ১ গেরো; knot; বাঁধন (খোল কাপালের গাঁঠ-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ সন্ধি; জোড় (শরীরের গাঁট, বাঁশের গাঁট)। ৩ বস্তা (আঁটসাঁট একটা গাঁট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ট্যাক; পকেট (গাঁটের কড়ি; গাঁটকাটা)। গাঁট কাটা (বিশেষ্য) পকেটমার; যে অন্যের ট্যাক কেটে টাকা চুরি করে (দু ভুরি রূপো গাঁটকাটায় কেটে নিয়েছে-কালীপসন্ন সিংহ)। গাঁট ছড়া (বিশেষ্য) হিন্দু বিবাহে বরের উত্তরীয়ের সঙ্গে কনের বস্ত্রাঞ্চলের গ্রস্থিবন্ধনরূপ সংস্কারবিশেষ (পুরোহিত মহাশয়.....গাঁট-ছড়া বাঁধিয়া দিবেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। গাঁটের-পয়সা (বিশেষ্য) ১ নিজের টাকা পয়সা; আপন তহবিলের অর্থ। ২ জমানো অর্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রস্থি>(প্রাকৃত) গণ্ঠি>গাঁট, (তুলনীয়) (হিন্দী) গাঁঠ}
    • Bengali Word গাঁটরি, গাঁঠরি, গাঠরি English definition [গাঁট্‌রি, গাঁঠরি, গাঠ্‌রি] কাপড়ের টুকরা দিয়ে বাঁধা ছোটো বস্তা বা পুটুলি; বোঁচকা (এখন....বাঁধ গাঠুরি-মীর মশাররফ হোসেন; বাঁধব গাঁঠরি সুলায়মানের মুলুক খুঁজিতে চলিব-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>(বাংলা) গাঁট+(বাংলা) রি}
    • Bengali Word গাঁটুরী English definition ⇒ গাঁটরি