• Bengali Word গাঁজ, গাঁজলা, গেজলা English definition [গাঁজ্‌, গাঁজলা, গ্যাজ্‌লা] (বিশেষ্য) ১ ফেনা; পরিবারের অধঃপতনের ফলে উদ্ভূত (বাদশাহী মদের শেষ গাঁজলা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ খামিরা। গাঁজন, গাঁজনি (বিশেষ্য) পচন বা মাতন; গেঁজে ওঠা (ঝেড়ে-পড়া তাতে পচে আমলকী গাঁজনি অহর্নিশ -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তুলনীয়) (হিন্দী) গাজ}
    • Bengali Word গাঁজা ১ English definition [গাঁজা] (বিশেষ্য) ১ নেশা করার দ্রব্যবিশেষ; গঞ্জিকা; সিদ্ধিগাছের জটা বা মঞ্জরি থেকে প্রস্তুত মাদক ও ধূমপানের দ্রব্য। ২ মিথ্যা; ভুয়া; অবাস্তব; অলীক (সে সব গল্পের কতকটা গাঁজা কতকটা নীট-সৈয়দ মুজতবা আলী)। গাঁজা খাওয়া (ক্রিয়া) গাঁজার ধূমপানে নেশা করা। গাঁজাখোর (বিশেষণ) (বিশেষ্য) গেঁজেল; গাঁজার নেশায় অভ্যস্ত। গাঁজাখুরি, গাঁজাখুরী (বিশেষণ) গাঁজাখোরের নেশার ঝোঁকে রচিত ও ব্যক্ত উদ্ভট গল্পের ন্যায় অবিশ্বাস্য গল্প। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জিকা>}
    • Bengali Word গাঁজা ২ English definition [গাঁজা] (ক্রিয়া) ফেনাযুক্ত হওয়া; মেতে ওঠা; পচে ওঠা। □ (বিশেষ্য), ( বিশেষণ) উক্ত সকল অর্থে। গাঁজানো ক্রিপচানো; মাতানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) √গাঁক্‌+আ}