• Bengali Word গাঁইয়া, গেঁয়ে, গেঁয়ো English definition [গাঁইয়া, গেঁয়ে, গেঁয়ো] (বিশেষণ) ১ গ্রাম্য; অমার্জিত রুচি; অভব্য (আমি নিতান্তই গাঁইয়া-সৈয়দ মুজতবা আলী)। ২ গ্রামবাসী; পাড়াগেঁয়ে। ৩ গ্রামসম্বন্ধীয়; গ্রামে প্রচলিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রাম>(বাংলা) গাঁ+ইয়া}