• Bengali Word গলুই, গলই, গোলুই English definition [গোলুই, গলোই, গোলুই] (বিশেষ্য) নৌকার উভয় প্রান্তের সরু অংশ। নৌকার যে প্রান্ত অপেক্ষাকৃত নিচু তাকে পাছা-গলুই এবং যে প্রান্ত অপেক্ষাকৃত উঁচু তাকে আগা-গলুই বলে (সোনার দাঁড় পবনের বৈঠা পঙ্খী নাওখানা; চন্দ্র সূরুয গোলই ভরি ফুল ছড়াইত জোছনা-(জসীমউদ্ ‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল>}