• Bengali Word গলদ, গলত, গলৎ English definition [গলোদ্‌, গলত্‌, গলৎ] (বিশেষ্য) ভুল; দোষ; ত্রুটি; অপরাধ (ধর্মের ছদ্মবেশে যে সব গলদ শিকড় গাড়িয়া বসিয়াছিল জাতির জীবনে-বেগম শামসুন্‌নাহার মাহমুদ; কাহারও পক্ষে এই গলৎগুলি ধরিতে পারা সম্ভবপর নহে-মাওলানা মুহাম্মদ আকরম খাঁ; এমন একটা গলৎ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) গলত}
    • Bengali Word গলদা English definition [গল্‌দা] (বিশেষ্য) বৃহদাকার চিংড়ি মাছবিশেষ। □ (বিশেষণ) মোটা; স্থূল (গলদা চেহারা)। {আঞ্চলিক}
    • Bengali Word গলদেশ English definition ⇒ গল