• Bengali Word গর্ব, গরব English definition [গরবো, গরোব্‌] (বিশেষ্য) ১ অহংকার; তকব্বরি; আত্মশ্লাঘা; দর্প। ২ বড়াই; জাঁক। ৩ গৌরব; গর্বের বস্তু; মহিমা (তোমারি গরবে গরবিনী হাম-জ্ঞানদাস)। গর্বান্ধ (বিশেষণ) অতি গর্বে শোভনতাবোধশূন্য। গর্বিত, গরবিত, গর্বী (-বিন্‌) ( বিশেষণ) অহংকারী; দর্পযুক্ত। গর্বিতা, গর্বিণী, গরবিনী (স্ত্রীলিঙ্গ)। গর্বোজ্জ্বল (বিশেষণ) গৌরবে উদ্ভাসিত; মহিমায় দীপ্ত। গর্বোদ্ধত (বিশেষণ) দাম্ভিক; অহংকারমত্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গর্ব্‌+অ(ঘঞ্‌), গর্ব>(মধ্য স্বরাগমে) গরব}
    • Bengali Word বলগর্বিত English definition ⇒ বল১