• Bengali Word গর্দান, গরদান English definition [গর্‌দান্‌] (বিশেষ্য) ১ স্কন্ধ; ঘাড়; গলা (সীমারের তীর লাগলো গর্দানে-মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ ঘাড়সহ মাথা (হাতে পায়ে গর্দানে তাঁর লোহার শিকল-হাবীবুল্লাহ বাহার)। গর্দান যাওয়া (ক্রিয়া) শিরশ্ছেদ হওয়া; মাথা কাটা যাওয়া। গর্দান লওয়া (ক্রিয়া) শিরশ্ছেদ করা; মাথা কাটা। গর্দানি ( বিশেষ্য) ঘাড় ধাক্কা; গলা ধাক্কা। {(ফারসি) গরদান }