• Bengali Word গরুঅ, গরুয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [গোরুঅ, গরুয়া] (বিশেষণ) ১ গুরু; বিষম; দুরূহ (গিরিসম গরুঅ মান-(বিদ্যাপতি ))। ২ স্থূল; ভারী (গরুঅ জগন-বড়ু চণ্ডীদাস)। ৩ অতিশয়; অধিক (গরুয়া লাগে শীত-দ্বিজমাধব)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরুক>(প্রাকৃত) গরুঅ}