• Bengali Word গরদিশ, গর্দিশ English definition [গোর্‌দিশ্‌] (বিশেষ্য) ১ অবস্থা-বৈগুণ্য; বিপর্যয়। ২ কালচক্রের আবর্তন (ফাঁড়া গর্দিশ কাটিয়ে এগুতে হল- সৈয়দ মুজতবা আলী; আহা কি নসিবের গরদিশ রে-কাজী আবদুল ওদুদ )। জামানার গরদিশ (বিশেষ্য) কালচক্রের পরিবর্তন; ঘূর্ণন। {(ফারসি) গরদিশ}