• Bengali Word গরজ, গরয English definition [গরোজ্‌] (বিশেষ্য) ১ দরকার; প্রয়োজন; আবশ্যক; দায় (নহিলে কহিতে মোর কি ছিল গরজ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ আগ্রহ (একাজে তার গরজ নাই; তোমার গরজ থাকে তুমি যাইয়া জানিয়া আইস-শাকা)। ৩ যত্ন (লেখাপড়ায় গরজ নেই)। ৪ স্বার্থ (আপন গরজ আপনাকে দেখতে হবে)। আত্মগরজি, আপ্তগরজি (বিশেষণ) নিজের জন্য আগ্রহযুক্ত; স্বার্থপর। গরজ বড়ো বালাই-প্রয়োজনের দাবি না মিটিয়ে উপায় নেই। গরজি, গরজী, গরযী (বিশেষণ) গরজবিশিষ্ট; স্বার্থযুক্ত; আগ্রহযুক্ত (আপ্তগরজি)। খোদগরজ, খুদগরয (বিশেষণ ) স্বার্থপর। {(আরবি) গরদ }
    • Bengali Word গরজন English definition [গরজোন্‌] (বিশেষ্য) গর্জন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গর্জন>(স্বরাগমে) (বাংলা) গরজন}
    • Bengali Word গরজানো, গরজানি English definition ⇒ গর্জানো